নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ইউনিক কমিউনিটি সেন্টারে ৬দিন ব্যাপী জুয়েলারী শপিং মেলা শুরু হয়েছে। জুয়েলারী সামগ্রী, কসমেটিক্স, হিজাব, স্টিপার, খেলনা, আমদানীকৃত ইমিটেশন জুয়েলারী, এন্টিক যাবতীয় গোল্ড প্লেটিং এ জুয়েলারী মেলায় ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। ৬দিন ব্যাপী এ মেলার আনুষ্ঠানিক ভাবে শনিবার সকাল ১০টায় শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা। এছাড়া মেলায় আগত স্টল ঘোরে দেখেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ, থানার ওসি (তদন্ত) নুনু মিয়া। জুয়েলারী শপিং মেলার উদ্যোক্তা ঢাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী জাকির হোসেন জানিয়েছেন, দেশী বিদেশী জুয়েলারী ও কসমেটিক্স সামগ্রী নিয়ে মেলা সাজানো হয়েছে। গত বছর তারা ইউনিক কমিউিনিটি সেন্টারে এ ধরনের মেলার আয়োজন করে ক্রেতাদের বিপুল সাড়া পেয়েছিলেন। দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ ও স্বল্প মূল্যে জুয়েলারী ও কসমেটিক্স সামগ্রী যাতে গ্রামীণ জনপদের মানুষ স্বাচ্ছন্দে কিনতে পারেন এবং বিশেষ করে আমাদের মা-বোনেরা এবং স্কুলের শিক্ষার্থীরা তাদের পছন্দের জিনিস দেখে শোনে কিনতে পারেন এজন্য এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় ক্রেতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে তিনি জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়