নিজস্ব প্রতিবেদক:
উৎসবমুখর পরিবেশে কানাইঘাটে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ করা হয়েছে। বিনামূল্যের নতুন বই হাতে পেয়ে আনন্দে উজ্জীবিত শিক্ষার্থীরা। বছরের প্রথম দিনে ঝলমলে বই হাতে পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের যেন আনন্দের শেষ নেই। সবার হাতে হাতে নতুন বই। সোমবার কানাইঘাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে এ নতুন বই তুলে দেওয়া হয়।
উপজেলার বিভিন্ন স্কুলে গিয়ে দেখা যায়, নতুন বই নিতে সকাল থেকেই ছোট,ছোট সোনামণিরা স্কুলের বারান্দায় ভিড় করছে। সবার মুখে হাসি আর হাসি! নতুন বই পাবো আমরা। এ যেন ঈদের আনন্দ। বিনামূল্যে বই বিতরণ উপলক্ষে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে বিশেষ অনুষ্ঠানের আয়োজনও করা হয় ।
পাঠ্যবই বিতরণ উপলক্ষ্য সোমবার সড়কের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক
অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওঃ আব্দুল আহাদের পরিচালনায় পাঠ্য বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ। বিশেষ অতিথি ছিলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সহকারী কলেজ পরিদর্শক এম. তাজিম উদ্দিন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, মালিক নাহার মেমোরিয়া একাডেমির প্রিন্সিপাল মাসুক উদ্দিন। উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক আব্দুন নুর, আব্দুল লতিফ, মুসলেহ উদ্দিন মুন্না, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, ডাঃ কিরেন্দ্র রায়, নুরুল হক, জোসনা বেগম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, উপজেলা যুবলীগ নেতা কয়েছ আহমদ, জেলা ছাত্রলীগের সহ সভাপতি এম. মামুন উদ্দিন, সড়কের বাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঈনুল হক চৌধুরী, সহকারী শিক্ষক আবুল হাসনাত, আনোয়ার হোসেন, রওশনারা বেগম প্রমুখ। অনুষ্ঠান শেষে এ ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন অতিথিবৃন্দ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়