Monday, January 1

চার দফা দাবিতে কানাইঘাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি


নিজস্ব প্রতিবেদক: টেকনিক্যাল পদ মর্যাদা ও বেতন স্কেল সহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য সহকারীবৃন্দ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোমবার দিনভর অবস্থান কর্মবিরতি পালন করেছেন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকগণ তাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে অবস্থান কর্মবিরতিতে যোগদান করেন। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মবিরতি পালনকালে উপজেলার স্বাস্থ্য সহকারীবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ইং সনের ৬ ডিসেম্বর স্বাস্থ্য সহকারীদের মহা-সমাবেশে টেকনিক্যাল পদ মর্যাদা সহ বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু অদ্যবধি পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এজন্য স্বাস্থ্য সহকারীদের বেতন স্কেল সহ টেকনিক্যাল পদ মর্যাদা, মূল বেতনের ৩০%, মাঠ ঝুকি ও ভ্রমণ ভাতা এবং প্রতি ৬হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা এবং ১০% পোষ্য কোটা প্রবর্তন সহ ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত স্বাস্থ্য সহকারীগণ তাদের আন্দোলন চালিয়ে যাবেন। স্বাস্থ্য খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্ন্তজাতিক ভাবে যে সকল পুরষ্কারে ভূষিত হয়েছেন তার জন্য স্বাস্থ্য সহকারীবৃন্দ মাঠ পর্যায়ে পোলিও মুক্ত বাংলাদেশ গড়ে তোলার কাজে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়