অাজ (১ জানুয়ারি) সোমবার কানাইঘাটে আসছেন, দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস আল্লামা কমরুদ্দীন সাহেব। কানাইঘাট পৌরসভার ধনপুর টুক (মাঝের টুক) সংলগ্ন মাঠে, ইজহারে হক পরিষদ ধনপুর’র উদ্যোগে ৭তম তাফসীরুল কুরআন মাহফিলে, বৃহত্তর জৈন্তার সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষিপুরীর সভাপতিত্বে ৪র্থ অধিবেশনে প্রধান অতিথি হিসেবে অংশ নিবেন তিনি।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসাবে অংশ গ্রহন করবেন, আল্লামা শায়েখ মাহমুদুল হাসান সাহেব ভারত ও আল্লামা মাহমুদ আলী কাসেমী সাহেব ভারত। এছাড়াও আরো উপস্থিত থাকবেন, শায়খুল হাদীস আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী ও আল্লামা মুফতী নুরুল হক শায়খে জকিগঞ্জি সহ স্থানীয় উলামায়ে কেরাম। উক্ত মহতি মাহফিলে সকলের উপস্থিতি ও কামিয়াবীর জন্য দোয়া কামনা করেছেন মাহফিল বাস্তবায়ন কমিটি নেতৃবৃন্দ।(বিজ্ঞপ্তি)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়