Monday, December 11

অন্যরকম জন্মদিন পালন করলেন জেলা ছাত্রলীগ নেতা মান্না


কানাইঘাট নিউজ ডেস্ক:অন্যরকম এক আয়োজনে নিজের জন্মদিন পালন করলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আহমেদুল কবির মান্না। গত রবিবার বিকেল ৫ টায় সিলেট বাগবাড়ী এতিমখানায় এতিম শিশুদের নিয়ে তিনি এবারের জন্মদিন পালন করেন। এ সময় জেলা ছাত্রলীগ নেতা ইফতেখারুল আলম শিশির, জকিগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি নূরুল আমিন, কানাইঘাট পৌর ছাত্রলীগের সহ সভাপতি রাশেদুল ইসলাম কামরান, লিডিং ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা আশরাফুল হক, জুবেল আহমেদ, নাজমুল ইসলাম বিয়নীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা জাহঙ্গীর আলম ছোটন, ফেন্সুগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আলমগীর হোসেন, মহানগর ছাত্রলীগ নেতা হান্নান, মিটু,কামরুল, নাছন, জনি,কাইয়ুম, জালাল, বিলাল সহ অনেকেই শুভ জন্মদিনের কেক কাটার অনুষ্টানে উপস্থিত ছিলেন। পরে এতিম শিশুদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। তবে এবার জন্মদিনের উৎসবটা তিনি এতিম অসহায় শিশুদের মাঝে উৎসর্গ করেন। তার জন্মদিন উপলক্ষ্যে দেশ বিদেশের বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা শুভেচ্ছা জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়