Friday, December 15

এটাই আমার শেষ নির্বাচন!

কানাইঘাট নিউজ ডেস্ক:
বয়স ষাটের কোটা ছুঁই ছুঁই। সাদাসিদে জীবনের অধিকারী তিনি। তিন যুগের বেশি সময় ধরে মিডিয়া অঙ্গনে বিচরণ করলেও নেই তাঁর কোনো অহমিকা। কর্মে নিষ্টায় এখনো অবিচল সিলেটের সাংবাদিকতা জগতের প্রিয়মুখ এমএ হান্নান। ছোট-বড় সকলের কাছে তাঁর একইটাই পরিচয় ‘হান্নান ভাই’। আছেন সিলেটের প্রাচীনতম দৈনিক সিলেট বানীর নির্বাহী সম্পাদকের দায়িত্বে। ১৯৮০ ইংরেজির আগে থেকেও সিলেটের সংবাদপত্র-সাংবাদিকতায় বিচরণ তাঁর। সিলেট বানী পরিবারের সঙ্গে জড়িয়ে সেই ১৯৮৫ সাল থেকে। শুধু স্থানীয় দৈনিকই নয়, জাতীয় বেশ কিছু দৈনিকেও কাজ করেছেন তিনি। দীর্ঘ এই সাংবাদিকতা জীবনে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কখনো পদ-পদবীর গৌরব ছুতে পারেনি তাঁকে। মর্যাদার আসনে থেকেও কাজ করে যাচ্ছেন একনিষ্ট কর্মী হিসেবে। তাঁর হাতে গড়া অনেকে সাংবাদিকতায় এখনো দ্রুতি ছড়াচ্ছেন। সিলেটের সংবাদপত্র ও সাংবাদিকদের প্রিয়মুখ এমএ হান্নান এবার সহ-সভাপতি পদে প্রার্থী হয়েছেন শতবর্ষের সাংবাদিকতার স্মারক সিলেট প্রেসক্লাবে। এতোদিন নিভৃতচারি হিসেবে কাজ করলেও এবার সংগঠনের হয়ে সাংবাদিকদের সুখ-দু:খ আর মধুর যন্ত্রনার অংশিদার হতে চান তিনি। তাঁর মতে-জীবনে প্রথমবার নির্বাচনে দাঁড়াচ্ছি। হয়তো এটাই হতে পারে আমার শেষ নির্বাচন!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়