Saturday, December 2

কানাইঘাটে ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


নিউজ ডেক্স: কানাইঘাটে স্মল ফুটবল একাডেমীর আয়োজনে ১ম ফুটসাল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার বিকেল ৩টায় কানাইঘাট প্রি-ক্যাডেট সংলগ্ন মাঠে আয়োজিত টুর্নামেন্টে শহীদ ফুটবল দল ২-০ গোলে শরিফ ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পানিয়ন হওয়ার গৌরব অর্জন করে। স্মল ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা কৃতি ফুটবলার ইসমাইল আলীর সভাপতিত্বে ও কৃতি ফুটবলার রেজওয়ান আহমদের পরিচালনায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম হারুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সিনিয়র সদস্য কাওছার আহমদ, সদস্য শাহিন আহমদ, সহযোগী সদস্য মুমিন রশিদ, সদস্য সুজন চন্দ অনুপ, কলেজ শিক্ষার্থী স্বজন নবী প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি’র বক্তব্যে জামাল উদ্দিন বলেন, স্মল ফুটবল একাডেমীর মাধ্যমে কানাইঘাটে ফুটবলারদের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি কৃতি ফুটবলার আগামী দিনে তৈরি হবে। তিনি খেলাধূলায় কানাইঘাটকে এগিয়ে নেওয়ার জন্য সকল ক্রীড়ামোদীদের প্রতি এ ধরনের টুর্নামেন্টের আয়োজনের উপর গুরুত্বারূপ করেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়