নিজস্ব প্রতিবেদক:
আমরা নবীণ অভিযাত্রী সংগঠনের উদ্যোগে সাধারণ সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যা ৬টায় কানাইঘাট উপজেলার সড়কের বাজার সংগঠনের কার্যালয়ে এ সাধারণ সভা ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি, আবুল হোসেন একাডেমির অধ্যক্ষ কবি আল-আমিন সিদ্দিকির সভাপতিত্বে ও লুৎফুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আতিক হাসানের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আমাদের ডাক সম্পাদক কবি আলিম উদ্দিন আলম, ডাঃ নিজাম উদ্দিন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী নিজাম আহমদ চৌধুরী। কবিতা পাঠ করেন- আমাদের ডাক পাঠক ফোরাম কানাইঘাট উপজেলা সভাপতি শিপুল আমিন চৌধুরী, নবারুণ সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা এম এম ইউ শাকিল, উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক আহমদ-আল মনজুর, হাফিজ মতিউর রহমান, আমির আব্দুল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রাম সহ সকল আন্দোলন সংগ্রামে কবি সাহিত্যিকরা এ দেশের মানুষকে অনুপ্রেরনা দিয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। বর্তমানে আমাদের যুব সমাজ ও নতুন প্রজন্ম সাহিত্য চর্চায় আগ্রহী হয়েছে দেখে আমি অভিভূত হয়েছি। আমাদের সবাইকে এভাবে সাহিত্য ও কবিতা চর্চায় এগিয়ে আসতে হবে। তিনি আমরা নবীন অভিযাত্রী সংগঠনের সাহিত্য আড্ডা অনুষ্ঠানের আয়োজন করায় সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সংস্কৃতি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়