নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট বড়চতুল ইউপির হারাতৈল উপর বড়াই গ্রামের উদীয়মান সমাজসেবক যুব ও ক্রীড়া সংগঠক জাপা নেতা কিউএম ফররুখ আহমদ ফারুক জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন। কিউএম ফররুখ আহমদ ফারুক ছাত্র জীবনে জাপার ছাত্র সংগঠন জাতীয় ছাত্র সমাজের একজন সক্রীয় কর্মী হিসাবে দায়িত্ব পালন করে জাতীয়পার্টির রাজনীতিতে সক্রীয় হয়ে উঠেন। সংগঠনের কার্যক্রম শক্তিশালী করার লক্ষ্যে তিনি সিলেট জেলা স্বেচ্ছাসেবকপার্টির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। একজন দক্ষ সংগঠক হিসাবে জাপার চেয়ারম্যান আলহাজ্ব হোসেইন মোহাম্মদ এরশাদের অত্যন্ত স্নেহাশিষ ফররুখ আহমদ ফারুক স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন সম্প্রতি। পাশাপাশি ফররুখ আহমদ ফারুক পূর্বে সৌদি আরব মক্কা নগরী জাপার আহবায়ক হিসাবে সৌদি আরবে জাপার সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে অনেক অবদান রাখেন। এছাড়া তিনি বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন পরিষদের সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক, বাংলার ধনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, চতুল চৌদ্দ মৌজার জনকল্যাণ সমিতির সাবেক সহ সাধারণ সম্পাদক ও হারাতৈল স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব সফলতার সহিত পালন করেন। এছাড়া ফররুখ আহমদ ফারুক বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কানাইঘাট বড়চতুল ইউপিতে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করে বিপুল ভোট পান। এলাকার মসজিদ মাদ্রাসা, শিক্ষা-প্রতিষ্ঠান ও রাস্তাঘাটের উন্নয়ন এবং সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ফররুখ আহমদ ফারুক কানাইঘাটের সর্বমহলে ব্যাপক পরিচিত। জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন কর্তৃক কানাইঘাটে চলমান উন্নয়ন মূলক কর্মকান্ড সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য কিউএম ফররুখ আহমদ ফারুক মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। এমপির অত্যন্ত আস্থাভাজন ও বিশস্থ ফররুখ আহমদ ফারুক এলাকায় নানা মুখি উন্নয়ন মূলক কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে জাপার সাংগঠনিক কার্যক্রম জোরদারে বড় ধরনের ভূমিকা পালন করে যাচেছন। জাপা ও সহযাগী সংগঠনের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের স্পন্দন ফররুখ আহমদ ফারুককে আগামী দিনে কানাইঘাট জাতীয় পার্টির শীর্ষ স্থানীয় নেতৃত্বে দেখতে চায় দলের নেতাকর্মীরা।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়