কানাইঘাট নিউজ ডেস্ক:বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হতো না। সুতরাং বঙ্গবন্ধু আর বাংলাদেশ দুটি অবিচ্ছেদ শব্দ। একটিকে বাদ দিলে আরেকটি কল্পনা করা যায় না। আর বিজয়ের মাসে সিলেটের মেজরটিলা এলাকার দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রাঙ্কন করা অর্ধআঁকা ছবিটি সত্যি এটি বড় কষ্টের কারণ মনে করেন কানাইঘাট উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরান এন শাকিল। তিনি তার ফেসবুকে আজ স্কুলে গিয়ে ছবিটি তুলে পোষ্ট করেন।
পোষ্টটি নিম্নে হুবহু তুলে ধরা হলো —
সিলেট মহানগর ছাত্রলীগের দৃষ্টি আর্কষণ করছি।
নিম্মে যে ছবিটি আপনার দেখছেন তা আমার স্মার্টফোনের তোলা,ছবিটি সিলেট নগরীর মেজরটিলা বাজারস্হ একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেওয়ালে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চিত্রাঙ্কন করা একটি ছবি,আমি কানাইঘাট টু সিলেট যাওয়া আসার পথে এই ছবিটি আমি সবসময় লক্ষ করি,খুব কম সময়ে কাজ নিয়ে আবার ফিরে আসি বিধায় স্কুল কতৃপক্ষের সাথে এ বিষয় আলাপ করতে পারিনা। কিন্তু বিশ্বাস করেন… ছবি গুলো দেখার পর আমি নিজেকে ধরে রাখতে পারিনা।আর এটার সমধান ও করতে পারিনা।সমধান না হওয়ার ফলে ছবি গুলো আমাকে বার বার দেখতে হচ্ছে। গত দু’দিন তাদের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি পরি শেষে ব্যর্থ হই। আমার মনের ভিতরের কষ্ট ধৈর্য্যের সীমা অতিক্রম করে। এটি একটি স্বাধীনতার মাস আমি আরও কষ্ট পাই যার জন্য এদেশ স্বাধীন পেয়েছি তার ছবি এভাবে অযত্নে অবহেলায় অর্ধ আঁকা সত্যি এটি বড় কষ্টের। কি না কি লিখব লিখার ভাষাটুকু আমি হারিয়ে ফেলেছি।
পরিশেষে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি Abdul Basit Rumman, সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার ও সজল দাস অনিক আপনাদের কাছে আমার আকুল আবেদন বিষয়টি অতি তাড়াতাড়ি দেখবেনও দেওয়ালের চিত্রাঙ্কন’টি পরিপূর্ণ ভাবে দেখব বলে সে আশা আমি রাখি।আশা করছি দু’একদিনের মধ্যে চিত্রাঙ্কনটি পরিপূর্ণ করা হবে। কামরান শাকিল বলেন, বিজয়ের মাসে অর্ধঅাঁকা ছবি আমাকে অাঘাত করে পীড়া দেয়। শুধু বিজয়ের মাস বলে নয়, জাতির পিতার ছবির প্রতি আমাদের সকলের লক্ষ্য থাকা উচিত বলে আমি মনে করি। বঙ্গবন্ধু আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমাদের সামনের পথে যেতে হবে।
এবিষয়ে দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষককের সাথে কথা বলতে চাইলে তার মোবাইল ফোনে সংযোগ পাওয়া যায়নি। মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, আমরা নেতৃবৃন্দদের নিয়ে অর্ধঅাঁকা চিত্রাঙ্কনটি দেখতে খুব শীঘ্রই দেবপুর স্কুলে যাবো। স্কুল কর্তৃপক্ষের সাথে অালাপ করে যা করনীয় তা করবো।
খবর বিভাগঃ
মতামত
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়