Monday, December 11

কানাইঘাটে নবাগত কৃষি কর্মকর্তার যোগদান


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার নবাগত কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন দায়িত্ব পালনে স্থানীয় সাংবাদিক সহ সকল মহলের সহযোগিতা কামনা করেছেন। নবাগত কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন বলেন, সরকার কৃষি সেক্টরের উন্নয়নে এবং দেশের চালিকা শক্তি কৃষক সমাজের ভাগ্যের পরিবর্তনের জন্য নানা মুখি পদক্ষেপ গ্রহণ করেছে। কানাইঘাটের কৃষকরা যাতে করে কৃষি অফিসে প্রদত্ত সকল সেবা ও সুযোগ সুবিধা নিয়ে কৃষি উৎপাদ বাড়াতে পারেন এজন্য তিনি আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে যাবেন। সেই সাথে তিনি মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের কৃষকের পাশে দাড়িয়ে তাদের সব ধরনের সবো দেওয়ার জন্য আহ্বান জানান। কৃষি কর্মকর্তা সোমবার বিকেল ৪টায় তার কার্যালয়ে স্থানীয় সাংবাদিক ও কৃষি অফিসের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক সৌজন্য মতিবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের সদস্য শাহীন আহমদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মনসুর আলম, আবুল হারিছ, আজাদ মিয়া, আলমগীর হোসেন, ওমর ফয়ছল প্রমুখ। প্রসজ্ঞত যে, গত ২৯ নভেম্বর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের বদলী আদেশের প্রেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে কানাইঘাট কৃষি অফিসের কর্মকর্তা হিসাবে কাজী আনোয়ার হোসেন যোগদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়