ক্রীড়া প্রতিবেদক:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ যুব গেমস্ ২০১৮এর অনুর্ধ্ব ১৭ জেলা পর্যায়ের ভলিবল ইভেন্টে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থা চ্যাম্পিয়ন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় নৈপূণ্য দেখিয়ে গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কানাইঘাট ক্রীড়া সংস্থা। এছাড়া আজ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল খেলার প্রথম রাউন্ডে বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-০ গোলে হারিয়ে ২য় রাউন্ডে উঠেছে কানাইঘাট ক্রীড়া সংস্থা। ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলায় জেলা স্টেডিয়ামে উপস্থিত থেকে কানাইঘাট টিমকে উৎসাহ উদ্দীপনা দেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক, ক্রীড়া সংস্থার সদস্য ইকবাল হোসেন, পরিচালনা কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দিন, মুমিন রশিদ, ভলিবল টিমের কোচ সাবেক কৃতি খেলোয়াড় হাদে হোসেন, উপজেলা ফুটবল দলের কোচ আনোয়ার হোসেন সাজু, প্রশিক্ষক জাহেদ আহমদ। পুরো ভলিবল টুর্নামেন্টে কানাইঘাট টিম নৈপূণ্য দেখিয়ে অতিথি সহ দর্শকদের মন জয় করে নেয়। খেলা শেষে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেন। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মস্তাক আহমদ পলাশ ভলিবল প্রতিযোগিতায় বিজয়ী টিমকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই বিজয় কানাইঘাট বাসী ও ক্রীড়ামোদীদের। সকলের আন্তরিক প্রচেষ্টায় আমরা বিজয়ী হয়েছি। কানাইঘাটের ক্রীড়াঙ্গনের ঐতিহ্য ফিরিয়ে আনতে ক্রীড়া সংস্থা বদ্ধ পরিকর। ইনশাহআল্লাহ যুব গেমস এর অন্যান্য ইভেন্টে কানাইঘাট ক্রীড়া সংস্থা বিজয়ী হবে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়