Friday, December 29

ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীকে সংবর্ধনা দিয়েছে নিউজ চেম্বার


নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালের রণাঙ্গণের লড়াকু সৈনিক কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউপির ফখরছটি গ্রামের গর্বিত সস্তান বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীকে সংবর্ধনা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল নিউজচেম্বার টোয়েন্টিফোর ডটকম। শুক্রবার বিকেল ৩টায় ঝিংগাবাড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কানাইঘাট মহিলা কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম। নিউজচেম্বারের সম্পাদক তাওহীদুল ইসলামের সভাপতিত্বে ও নিউজচেম্বারের কানাইঘাট প্রতিনিধি জসীম উদ্দিনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান, কানাইঘাট প্রেসক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমিন, ঝিংগাবাড়ী ইউপির সচিব ইয়াহিয়া সিদ্দিক। বক্তব্য রাখেন আব্দুল কাদির, মারুফ আহমদ, বুরহান উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সিরাজুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে ১৯৭১ সালে পাকিস্থান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাপিয়ে মুক্তিকামী জনতা এদেশকে স্বাধীন করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের সংগ্রামে কানাইঘাটের অনেক গৌরবময় ইতিহাস রয়েছে। এখানকার বীর মুক্তিযোদ্ধারা স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালন করেন তাঁরই একজন হচ্ছেন আজকে যাকে সংবর্ধনা দেয়া হচ্ছে প্রবীণ অসুস্থ ক্যান্সার আক্রান্ত বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী। তিনি বলেন বীর মুক্তিযোদ্ধা আহমদ আলী অসুস্থতা নিয়ে দিন যাপন করছেন, তার একটি বাসস্থান নেই, নিজস্ব কোন জমি নেই। অর্থের অভাবে সঠিক চিকিৎসা করতে পারছেন না। তিনি ক্যান্সার আক্রান্ত মুক্তিযোদ্ধা আহমদ আলীর চিকিৎসা ও সরকারীভাবে একটি বাড়ী নির্মাণ করে দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সেই সাথে নিউজ চেম্বার কর্তৃক তাঁকে সংবর্ধনা প্রদান করায় তিনি আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধা আহমদ আলীকে জাতীয় পতাকা দিয়ে বরণ করে সম্মান প্রদর্শন এবং ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়