নিজস্ব প্রতিবেদক:
কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের আয়োজনে লংলা চা বাগান ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনালে উঠেছে কানাইঘাট বহুমূখী স্পোর্টিং ক্লাব।শুক্রবার বিকেল সাড়ে ৩টায় লংলা চা বাগান মাঠে তারা টাইব্রেকারে ৪-২ গোলে শ্রীমঙ্গল উপজেলা ফুটবল দলকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। উভয় দলের আক্রমণ পাল্টা আক্রমণে পুরো সময় অতিবাহিত হলেও কোনো দলই গোল করতে পারেনি।
খেলার শুরু থেকেই ছিটেফোঁটা বৃষ্টি ছিল। তবুও ছিল দর্শকদের উপচেপড়া ভিড়।
খেলার প্রথমার্ধে গোল পাওয়ার লক্ষ্যে কানাইঘাট টিমের জালে বার বার আক্রমণাত্মক বল করে শ্রীমঙ্গল ফুটবল দল। কিন্তু তাদের আক্রমণ নাস্যাৎ করে অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন কানাইঘাট টিমের গোল রক্ষক দেলায়ার হুসেন বাবর। শেষমেষ টাইব্রেকারেও ঝাপিয়ে পড়ে গোল রক্ষা করে তিনি কানাইঘাট টিমকে সেমিফাইনালের টিকেট নিশ্চিত করে দেন।
অাগামী ১৫ই ডিসেম্বর শুক্রবার লংলা চা বাগান মাঠে সেমিফাইনাল খেলায় কানাইঘাট বহুমূখী স্পোর্টিং ক্লাব মোকাবিলা করবে মৌলভীবাজার সাম্পান ফুটবল একাদশকে।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়