Saturday, December 9

কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব্ প্রতিবেদক:১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের কার্যক্রম বেগবান করার জন্য কানাইঘাট উপজেল আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক বিশেষ সভা শনিবার বিকেল ২টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমানের সভাপতিত্বে ও কমিটির সদস্য নজির উদ্দিন প্রধানের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে নুরুল হক, আব্দুল লতিফ, হাজী মখদ্দুস আলী, হোসেন আহমদ, ফারুক আহমদ, কাউন্সিলর মাসুক আহমদ, খলিল আহমদ, জুবায়ের আহমদ, সামছুল ইসলাম, ফখর উদ্দিন, আলিম উদ্দিন, নাজিম উদ্দিন, তমিজ উদ্দিন মেম্বার, সাহেদ আহমদ, আবুল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সাধারণ মাসুক আহমদ প্রমুখ। সভায় মহান বিজয় দিবস পালনের লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কর্মসূচী গ্রহণ ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়