নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের তত্ত্বাবধানে ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বাংলাদেশ যুব গেমস্ ২০১৮ এর জেলা পর্যায়ের ফুটবল, ভলিবল, কাবাডি, এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, উশু, সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের বাছাই ও রেজিষ্ট্রেশন উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা ক্রীড়া সংস্থার এক জরুরী সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ক্রীড়া সংস্থার সকল সদস্য ও ক্রীড়ার সাথে জড়িত সকল ক্রীড়ামোদীদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা ও সাধারণ সম্পাদক চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। সভায় উল্লেখিত ইবেন্টে অংশগ্রহণকারী উপজেলা পর্যায়ে খেলোয়াড়দের তালিকা ও রেজিষ্ট্রেশন, বাছাই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়