নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে চারটি দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় কানাইঘাট বাজারস্থ ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স এর কার্যালয়ে কানাইঘাট বায়মপুর লক্ষীপুর গ্রামের ক্যান্সার আক্রান্ত অসুস্থ দরিদ্র হাবিবুর রহমান, একই গ্রামের হাফিজ আতাউর রহমানের শারিরীক প্রতিবন্ধী ছেলে ও ভাটিদিহি গ্রামের সুলতান আহমদসহ ৪টি পরিবারের সদস্যদের মধ্যে নগদ ১ লক্ষ ৩৫ হাজার টাকার অনুদান তুলে দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রশিদ আহমদ। এসময় উপস্থিত ছিলেন, কানাইঘাট কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, ন্যাশনাল লাইফের কানাইঘাট জোনাল অফিসের ইনচার্জ সমাজসেবী এড. আব্দুল হাই, কানাইঘাট প্রেসকাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ডট কম এর সম্পাদক মাহবুবুর রশিদ, যুক্তরাজ্য প্রবাসী হোসেন আহমদ, কানাইঘাট প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম, শাহীন আহমদ, কানাইঘাট মহিলা কলেজের শিক্ষক সুহেল আহমদ, ব্যবসায়ী মাওঃ রশিদ আহমদ প্রমুখ। আর্থিক অনুদান প্রদানকালে কমিউনিটি নেতা রশিদ আহমদ বলেন, যুক্তরাজ্যে বসবাসরত জন্মভূমি কানাইঘাটের প্রবাসীদের একমাত্র সামাজিক ও সেবা মূলক সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে,তার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রবাসীদের কল্যানের পাশাপশি কানাইঘাটের হতদরিদ্র মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন, শিক্ষার প্রচার-প্রসার ও চিকিৎসা বঞ্চিতদের সাধ্যমত অনুদান প্রদান করে আসছে। ভবিষ্যতে এ সংগঠন আর্থমানবতার জন্য প্রবাসীদের অনুদানের মাধ্যমে মানুষের পাশে দাড়াতে বদ্ধপরিকর থাকবে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়