কানাইঘাট উপজেলার সুরইঘাট বাজারে অবস্থিত"সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলে"বিভিন্ন পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
যেসব পদে নিয়োগ হবে: প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক,সহকারী শিক্ষিকা।
যোগ্যতা: প্রধান শিক্ষক:- বি.এ/বি.এস.সি/এম.এ।
সহকারী শিক্ষক : এইচ.এস.সি।/বি.এ(সমমান)।
সহকারী শিক্ষিকা :এইচ.এস.সি।
সকল পদে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
আবেদন: আগ্রহীদের সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, সকল পরীক্ষার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্রের অনুলিপি, আগামী ২০/১২/১৭ ইং তারিখের মধ্যে সরাসরি অথবা ডাকযোগে সভাপতি,পরিচালনা পরিষদ,সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল,সুরইঘাট বাজার,কানাইঘাট,সিলেট বরাবর পাঠাতে হবে। অথবা ০১৭৩১-৯৯১৬৬০ এই নাম্বারে যোগযোগ ও করতে পারেন।
খবর বিভাগঃ
বিজ্ঞাপন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়