Saturday, December 16

গোলকিপারের দক্ষতায় হারের মুখ থেকে ফিরল কানাইঘাট বহুমুখি ফুটবল ক্লাব


ক্রীড়া ডেস্ক : গত ১৫-ই ডিসেম্বর কুলাউড়ার লংলা চা বাগান মাঠে কানাইঘাট বহুমুখি ফুটবল ক্লাব বনাম মৌলভীবাজার এর মধ্যে এক তুমুল উত্তেজনাপুর্ণ খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ড এর এই খেলায় খেলার প্রথম থেকেই বহুমুখী ফুটবল ক্লাব আক্রমণাত্বক খেলা খেলে যায়। উল্টো দিকে প্রথম অর্ধে মাঠের মধ্যে তেমন কোন আদিপত্ব বিস্তার করতে পারে নাই মৌলভীবাজার ফুটবল দল। প্রথম অর্ধে বহুমুখি ফুটবল ক্লাব এর ফরয়ার্ড কবির আহমেদ মিডফিল্ডার রাসেল ও মুন্নার দেওয়া বলে অনেক আক্রমণ করলেও কোন আক্রমণ-ই সফল করতে পারেন নাই। তাই প্রথম অর্ধ গোলশূন্য অবস্থায় সমাপ্তি ঘঠে। দ্বিতিয়ার্ধের রূপটা ছিল অন্যরকম। দ্বিতিয়ার্ধের প্রথম থেকে মৌলভীবাজার দেখালো তাদের অন্য রূপ। একের পর এক আক্রমণ করে বহুমুখী ফুটবল ক্লাব এর ডিফেন্সলালাইন বার বার ভেঙে তাদের ছন্দপতন ঘটিয়ে দিয়েছিল। বহুমুখী ফুটবল ক্লাব যেন বল-ই খোজেঁ পাচ্ছিলো না। সেখানে বহুমুখী ফুটবল ক্লাব এর গোলকিপার বাবর তার অসাধারণ দক্ষতায় মৌলভীবাজার এর সব আক্রমণ ন্যাস্ত করে দিয়ে নিশ্চিত হারের মুখ থেকে বহুমুখী ফুটবল ক্লাবকে বাঁচিয়ে খেলাটি ট্রাইবিকার এ নিয়ে যান। ট্রাইবিকার-এ ও তার অসাধারণ দক্ষতার কমতি হয়নি। ৫টি শর্ট এর মধ্যে ৩টি শর্ট আটকে দিয়ে দলকে বিপদজনক অবস্থান থেকে বাচিয়ে চতুর্থ রাউন্ড থেকে সেমিফাইনালে নিয়ে আসেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়