নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সদস্য আব্দুল লতিফ ও লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ইউপি সদস্য আব্দুল খালিককে দুষ্কৃতিকারীদের হাতে নিহত স্থানীয় সুনাতনপুঞ্জি গ্রামের মুক্তিযুদ্ধার সন্তান রুবেল আহমদের হত্যা মামলায় ষড়যন্ত্র মুলক ভাবে আসামী করায় লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি আ’লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভা শুক্রবার বিকেল ৫টায় সুরইঘাট বাজারস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি আ’লীগের আহবায়ক ফখর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আলীম উদ্দিন মেম্বারের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান জেমস লিও ফারগুশন নানকা। বক্তব্য রাখেন, লক্ষী প্রসাদ পশ্চিম ইউপি মুক্তিযুদ্ধা কমান্ডার সামছুল হক, আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দেও মধ্যে আ’লীগ নেতা নুরুল আলম, আকমল, নুর আহমদ, বাবুল দাস, আসাদ উদ্দিন, তুতা মিয়া, যুবলীগ নেতা নজির আহমদ, ফয়েজ উদ্দিন, সুজন, আছার উদ্দিন, কয়ছর আহমদ, জুয়েল, আতাউর রহমান, সেচ্ছাসেবকলীগ নেতা সাহেদ আহমদ, বুরহান উদ্দিন, হারিছ উদ্দিন, আব্দুল মান্নান, ইসমাঈল, শাবউদ্দিন, মতিন, ছাত্রলীগ নেতা আব্দুল কাদির মুন্না , আশিক উদ্দিন, প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে দৃষ্কৃতিকারীদের হাতে নিহত রুবেল আহমদের হত্যা মামলায় নিরপরাধ এলাকার প্রবীন মুরব্বী আ’লীগ নেতা আব্দুল লতিফ ও সাবেক ইউপি সদস্য আ’লীগ নেতা আব্দুল খালিককে আসামী করা হয়েছে। এই দুই নেতা রুবেল হত্যা কান্ডের সাথে জড়িত নয় দাবী করে ষড়যন্ত্র মুলক মামলা থেকে তাদের নাম প্রত্যাহার এবং প্রকৃত হত্যাকারীদের খুজে বের করে দুষ্টান্তমুলক শাস্তির দাবী জানানো হয় পুলিশের কাছে। সভায় রুবেল আহমদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়