Saturday, December 30

কানাইঘাটে সর্বদলীয় নাগরিক ফোরামের কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলার সর্বদলীয় সাধারণ জনগণের সমন্বয়ে কানাইঘাট নাগরিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকাল ৪ টায় ডাক বাংলো প্রাঙ্গণে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর ফখর উদ্দিন শামিমের পরিচালনায় কানাইঘাট নাগরিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যাবসায়ী আজমল হোসেন, সাবেক ইউপি সদস্য মুফিজ উদ্দিন বাবলু, ব্যাবসায়ী শরিফ উদ্দিন, নুরুল আমিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক কাউন্সিলার হাজী আব্দুল মালিক, হাঃ নুর উদ্দিন, হাজী আবুল বাসার, আব্দুস ছালাম, হাজী মুহিবুর রহমান, হাজী নুর মোহাম্মদ, মাওঃ মুহিবুল হক, ব্যাবসায়ী মোহাম্মদ আলী, ছয়দুর রহমান ভূইয়া, ছয়ফুল আলম, সিরাজুল হক, হারুন রশিদ, নাজিম উদ্দিন, জসিম উদ্দিন মেজর, জুনেদ হাসান জীবান,মুজাুিহদ আলী মুজাই, ইসলাম উদ্দিন, জামাল আহমদ, নুরুল ইসলাম, মখলিছুর রহমান, আব্দুল কায়ূম, কুটি মিয়া প্রমুখ। সভায় সর্বসম্মতি ক্রমে অধ্যক্ষ সিরাজুল ইসলামকে সভাপতি, ফখর উদ্দিন শামিমকে সাধারণ সম্পাদক ও রফিক আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কানাইঘাট নগরিক ফোরামের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে ভলিষ্ট ভূমিকা পালন, সকল প্রকার অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্ছার ভূমিকা পালন এবং কানাইঘাটের ন্যায্য দাবী-দাওয়া বাস্থবায়নে কাজ করে যাবে বলে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়