Sunday, December 31

নব নির্বাচিত সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দকে কানাইঘাট প্রেসক্লাবের অভিনন্দন


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী সিলেট প্রেসক্লাবের ২০১৮-১৯ সনের দ্বি-বার্ষিক নির্বাচনে পুণরায় সভাপতি পদে নির্বাচিত সময় টেলিভিশনের সিলেট ব্যুারো প্রধান ইকরামুল কবির, সাধারণ সম্পাদক পদে ৭১ টেলিভিশনের সিলেটের ব্যুারো চিফ ইকবাল মাহমুদ ও সহ সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিলেট অফিসের ব্যুারো চিফ এনামুল হক জুবায়ের, সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম.এ হান্নান সহ অন্যান্য পদে বিজয়ী নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, নব নির্বাচিত কমিটির সুযোগ্য নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণকারী সকল সাংবাদিকদের নিয়ে আগামী দিনে সিলেট প্রেসক্লাবের কার্যক্রম আরো গতিশীল ও সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ এবং সিলেটবাসীর আশা আকাঙ্খা প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন। অভিনন্দনদাতারা হলেন, প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সহ সভাপতি আব্দুর রব, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সহ সম্পাদক আব্দুন নুর, অর্থ সম্পাদক মিসবাহুল ইসলাম চৌধুরী, ক্রীড়া, সংস্কৃতি ও প্রকশনা সম্পাদক মাহবুবুর রশিদ, সম্মানিত সদস্য বাবুল আহমদ, কাওছার আহমদ, আমিনুল ইসলাম, শাহীন আহমদ, আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, জসীম উদ্দিন, সহযোগী সদস্য মুমিন রশিদ, মাহফুজ সিদ্দিকী, আহমেদুল কবির মান্না।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়