নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ কানাইঘাট শাখার উদ্যোগে এক কর্মী সমাবেশ মঙ্গলবার বিকেল ২টায় স্থানীয় আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ হাদির পরিচালনায় উক্ত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য সাইফুল আহমদ সফু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক গিয়াস উদ্দিন, ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, জেলা ছাত্রলীগের সাবেক উপ-শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক সাদেক আহমদ খান, ছাত্র বিষয়ক সম্পাদক শেখ মনজুরুল হক, সিলেট মহানগর বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি মিফতাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মারজান হোসাইন, দপ্তর সম্পাদক শাহজাহান শিবলু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক মিলন, জাকারিয়া আহমদ।
বক্তব্য রাখেন ইফতেখার আলম, আবুল বাশার, জুবের আহমদ, সেবুল আহমদ, আলমগীর আহমদ, আজাদ শাহীন, জসীম উদ্দিন মেজর, আফতাব আলী, ফরহাদ রাজা, আফজাল হোসেন রিজভী, হুমায়ুন কবির তারেক, দেলোয়ার, জামিল, সাহেদ, আশরাফ ও আশফাক প্রমুখ।
কর্মী সমাবেশে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছিল। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনকের স্বপ্নের সোনার বাংলাদেশ আজ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। জীবনের সকল ক্ষেত্রে মহান নেতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সকল নেতাকর্মীকে দেশ গঠনের কাজে আত্মনিয়োগ হওয়ার আহ্বান জানানো হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়