নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ডাকাতি মামলার আসামী সহ দু’জনকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানতে পারেন, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কেউটিহাওর পূর্ব গ্রামের মৃত কালা মিয়ার পুত্র পেশাদার ডাকাত একটি ডাকাতি মামলার যাব্বজীবন পলাতক দন্ডিত আসামী আব্দুন নুর (৩৫) নিজ এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নুনু মিয়া, এসআই রাজিব মন্ডল, ইসমাঈল হোসেন সহ একদল পুলিশ কেওটিহাওর দুর্গম এলাকা থেকে এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। অপর দিকে থানার এসআই আবু কাউছারের নেতৃত্বে একদল পুলিশ রাজাগঞ্জের মির্জাগড় গ্রামের মৃত হাবিবুর রহমানের পুত্র ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আশরাফকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ জানান, ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী আব্দুন নুর মামলার গ্রেফতারী পরোয়ানা হওয়ার পর থেকে সে পাশ্ববর্তী দেশ ভারতে পালিয়ে থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। সেখান থেকে নিজ এলাকায় ফিরে আসার পর সংবাদ পেয়ে কৌশলী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়