Wednesday, December 6

কুলাউড়ায় লংলা চা বাগান ফুটবল টুর্ণামেন্টের তৃতীয় রাউন্ডে খেলবে কানাইঘাট বহুমুখী স্পোর্টিং ক্লাব


নিজস্ব প্রতিবেদক: কুলাউড়া উপজেলার লংলা চা বাগানের আয়োজনে ‘লংলা চা বাগান ফুটবল টুর্ণামেন্ট-২০১৭’ এর তৃতীয় রাউন্ডে খেলবে কানাইঘাট বহুমুখী স্পোর্টিং ক্লাব। আগামী ৮ ডিসেম্বর শুক্রবার কুলাউড়া লংলা চা বাগানস্থ মাঠে কানাইঘাট বহুমুখি স্পোর্টিং ক্লাব মোকাবিলা করবে শ্রীমঙ্গল উপজেলাকে। উল্লেখ্য যে,উক্ত টুর্ণামেন্টের প্রথম রাউন্ডের খেলায় কুলাউড়া উপজেলাকে ৬-১ গোলে এবং দ্বিতীয় রাউন্ডে রাজনগর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয় কানাইঘাট বহুমুখী স্পোর্টিং ক্লাব।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়