Wednesday, December 13

কানাইঘাট উত্তর বাজারে মেসার্স ফারিহা এন্টারপ্রাইজের উদ্বোধন


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাট উত্তর বাজারে অভিজাত মোবাইল সামগ্রীর দোকান মেসার্স ফারিহা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ মাগরিব ফারিহা এন্টারপ্রাইজের শুভ উদ্বোধন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার নায়েবে মুহতমিম আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী, কানাইঘাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওঃ জমির উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, কানাইঘাট নিউজ ও কানাইঘাট টিভি’র সম্পাদক মাহবুবুর রশিদ, ফারিহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী এস.এম মাহবুবুল
আম্বিয়া, কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী খসরুজ্জামান পারভেজ, দেলোয়ার হোসেন, দুবাই প্রবাসী মামুন রশিদ, আর.এ বাবলু সহ বাজারের বিপুল সংখ্যক ব্যবসায়ীবৃন্দ। ফারিহা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী এস.এম মাহবুবুল আম্বিয়া বলেন, দেশি বিদেশী সকল ব্র্যান্ডের উন্নত মানের মোবাইল ও মোবাইল সামগ্রী এখানে সুলভ মূল্যে ক্রেতারা কিনতে পারবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়