Tuesday, December 5

কানাইঘাট দিঘীরপাড় ইউপির সূচনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শনে ইউকে প্রতিনিধি দল


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট দিঘীরপাড় পূর্ব ইউপিতে এফআইভিডিবি পরিচালিত সূচনার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শন করেছেন ইউকে প্রতিনিধি দল। সোমবার সকাল ১০টায় ইউকে প্রতিনিধি দলের সদস্যরা এফআইভিডিবি’র সূচনা প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে ইউপির খুলুরমাটি কিশোরী ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় ভিলেজ মডেল ফার্ম, মাছ ও সবজি চাষ, ধান কোম্পুষ্ট সার তৈরি, আধুনিক পদ্ধতিতে পোল্ট্রি পালন, মা ও শিশু দলের উঠান বৈঠক সহ আয় বৃদ্ধি মূলক কার্যক্রম পর্যবেক্ষণ ও উপকার ভোগীদের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে দুপুর ১টায় দিঘীরপাড় ইউপি কার্যালয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, পরিষদের ইউপি সদস্যদের সাথে এক মতিবিনিময় মিলিত হন। মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল তাঁর ইউনিয়নে নেওয়া সূচনা প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করে সূচনা প্রকল্পের ভ‚য়ষী প্রশংসা করেন এবং দরিদ্র মানুষের পুষ্টি উন্নয়নে সহায়তা অব্যাহত ও বর্ধিত করণের আহবান জানান। প্রতিনিধি দল সূচনা কার্যক্রমে ইউনিয়ন পরিষদের সম্পৃক্ততার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইউকে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন আর্ন্তজাতিক উন্নয়ন বিভাগের দেশ প্রতিনিধি জেনি এডমন্ডসন, প্রোগ্রাম ম্যানেজমেন্ট ও ইনোবেশন উপদেষ্টা এন্টি ডি ওয়লি, জীবিকা ও পুষ্টি উপদেষ্টা ড. সাইমন ফিল্ড, সূচনা প্রোগ্রামের জেলা মৎস্য বিশেষজ্ঞ গোপাল চন্দ্র দত্ত, সিওপি সাজেদুল হাসান, সিনিয়র ম্যানেজার মাহবুব হাসান, এফআইভিডিবি’র সমন্বয়কারী ফাহিম সারওয়ার, উপজেলা সমন্বয়কারী মোঃ জালাল উদ্দিন, ছাত্রনেতা হাসান আল মামুন, যুবলীগ নেতা আহমদ আল মামুন, স্বেচ্ছাসেবকলীগ নেতা জহির উদ্দিন প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়