Tuesday, December 5

কানাইঘাটে বদর উদ্দিন কামরান ! আওয়ামী লীগ মেহনতি মানুষের দল


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সিসিকের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন- আওয়ামী লীগ মেহনতি মানুষের দল। এ দেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারাজীবন সংগ্রাম করে গেছেন। দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ ও তিন বেলা পেট ভরে মানুষ যাতে খেতে পারেন এজন্য তিনি নিজ হাতে কৃষকলীগ প্রতিষ্ঠা করে কৃষক সমাজের উন্নতির লক্ষ্যে কাজ করে গিয়েছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা বিশ্বশান্তির অগ্রদূত এদেশের মানুষের আশা আকাঙ্কার প্রতীক আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের চালিকাশক্তি কৃষক সমাজের উন্নতির লক্ষ্যে তাদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ, কৃষি উৎপাদন বাড়াতে বৈজ্ঞানিক পদ্ধতি গ্রহণের মাধ্যমে আজ দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হয়েছে। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে যেতে আ’লীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে ময়দানে ঝাপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি মঙ্গলবার বিকেল ২টায় কানাইঘাট উত্তর বাজার বাসস্ট্যান্ড প্রাঙ্গনে কানাইঘাট উপজেলা ও পৌর কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। কেন্দ্রীয় কৃষকলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা জাকির হোসেন জাকারিয়া ও আসাদ উদ্দিনের যৌথ পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন মোল্লা বলেন- জাতির জনক কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। আজ তাঁরই কন্যা শেখ হাসিনা কৃষকের উন্নয়নে যে সকল যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, তা ইতিহাসের অংশ হয়ে থাকবে। আ’লীগ, কৃষক, শ্রমিক, দিনমজুর, মেহনতি মানুষের সংগঠন উল্লেখ করে তিনি কৃষক সমাজকে কৃষকলীগে যোগদানের আহ্বান জানান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. শাখাওয়াত হোসেন, জেলা আ’লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, জেলা কৃষকলীগের সভাপতি শাহ নিজাম উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সফু আহমদ সফু, সাবেক ছাত্রনেতা পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নামজুল ইসলাম হারুন। কৃষকলীগের বিরাট এই সম্মেলনে কেন্দ্রীয় কৃষকলীগের নেতৃবৃন্দ জেলা ও কানাইঘাট উপজেলা, পৌর আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি মোতাহের হোসেন মোল্লা আব্দুল আহাদকে সভাপতি ও শাহাব উদ্দিন চৌধুরীকে সাধারণ সম্পাদক করে কানাইঘাট উপজেলা এবং জোবায়ের আহমদকে সভাপতি ও আবুল হারিছকে সাধারণ সম্পাদক করে পৌর কৃষকলীগের আংশিক কমিটির ঘোষণা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়