Thursday, December 28

কানাইঘাটে বিষ খাইয়ে শিশু হত্যার সন্দেহভাজন আসামি পালিয়ে গেছে


নিজস্ব প্রতিবেদক: গত মঙ্গলবার কানাইঘাট উপজেলার বড়চতুল ইউপির বড়চতুল গ্রামে মুখে কীটনাশক জাতীয় বিষ ঢেলে দিয়ে দেড় মাসের নিষ্পাপ শিশু নাদিম আহমদ হত্যার একমাত্র সন্দেহভাজন খুনি তারই চাচী সুমানা বেগম শশুড় বাড়ীতে নজরবন্দি থাকার পর গত বুধবার রাতে দুই শিশু সন্তানকে রেখে সিএনজি গাড়ী যোগে পালিয়ে গেছেপালিয়ে যাওয়ার সময় পুলিশ শিশুটির খুনি সুমানা বেগমকে আটক করার জন্য পিছু ধাওয়া করলেও তাকে ধরতে পারেনিএ নিয়ে এলাকায় জনমনে তোলপাড় সৃষ্টি হয়েছে নজরবন্দি থাকার পরও কিভাবে সুমানা বেগম শশুড় বাড়ী থেকে রাতের আঁধারে কার সহযোগিতায় পালিয়ে গেলো! অদ্যবধি পর্যন্ত সে কেন গ্রেফতার হয়নি এ নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছেগত মঙ্গলবার সন্ধ্যার দিকে নিজ বাড়ীতে বড়চতুল গ্রামের সৌদি প্রবাসী নজরুল ইসলামের দেড় মাসের শিশু সন্তান নাদিম আহমদকে মুখে বিষ ঢেলে দেওয়া হয়ঐ দিন রাতে শিশুটিকে সিওমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন শিশুটির লাশ ময়না তদন্তের পর বুধবার রাতে দাফন করা হয়এ ঘটনায় শিশুটির মা সুমি বেগম তার সন্তানকে কীটনাশক জাতীয় বিষ ঢেলে দিয়ে পরিকল্পিত ভাবে হত্যার অভিযোগ এনে কানাইঘাট থানায় গত বুধরাত রাত সাড়ে ১০টার দিকে শিশুটির চাচী সুমানা বেগমকে একমাত্র আসামী করে অভিযোগ দাখিল করেনঅভিযোগ দাখিলের সময় শিশুটির স্বজনরা জানতে পারেন, সন্দেহভাজন খুনী সুমানা বেগম শশুড় বাড়ীতে নজরবন্দি থাকা অবস্থায় বড়চতুল গ্রামের অটোরিক্সা সিএনজি চালক এখলাছুর রহমানের সিএনজি গাড়ী যোগে পালিয়ে কানাইঘাট সদরের দিকে আসছেএমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক বিষয়টি থানা পুলিশকে নির্মম হত্যার স্বীকার নাদিমের নিকটাত্মীয়রা জানালে থানার এসআই হুমায়ুন কবির একদল পুলিশ নিয়ে উপজেলা পরিষদের গেইটের সামনে অবস্থান করেনদ্রুত বেগে এখলাছুর রহমানের সিএনজি গাড়ীটি নিয়ে পুলিশের সামনে আসার পর গাড়ীটি থামানোর চেষ্টা পুলিশ করলেও সে গাড়ী না থামিয়ে সুমানা বেগমকে নিয়ে দ্রুত বেগে মহেষপুর পাকা রাস্তা দিয়ে ঢুকে পড়লে পুলিশও তাদের পিছু নেয়একপর্যায়ে কানাইঘাট কলেজের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় সুমানা বেগমকে বহনকারী সিএনজি সিলেট-থ-১৩-০৯২০ নং গাড়ীটি পুলিশ উদ্ধার করতে পারলেও ধরতে পারেনি শিশুটির ঘাতক সুমানা বেগমকেসে নিরাপদে সিএনজি ড্রাইভার এখলাছুর রহমানকে নিয়ে অজানার উদ্দেশ্যে পালিয়ে যায়অদ্যবধি পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনিঅভিযোগের তদন্তকারী কর্মকর্তা থানার এস.আই হুমায়ুন কবির জানিয়েছেন, শশুড় বাড়ী থেকে রাতের আঁধারে সিএনজি গাড়ী যোগে অন্যত্র পালিয়ে যাওয়ার পথে শিশুটির সন্দেহভাজন খুনী সুমানা বেগমকে আমরা গ্রেফতারের চেষ্টা করি, কিন্তু সে পালিয়ে যায়, একটি সিএনজি গাড়ী উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার তিনি যেখানে শিশুটিকে বিষ খাওয়ানো হয়েছে সেই বাড়ী পরিদর্শন করেছেন বলে এস.আই হুমায়ুন কবির জানিয়েছেনএ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) নুনু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিশু নাদিমের হত্যার অভিযোগ পাওয়া গেছেতদন্ত পূর্বক অভিযোগটি রেকর্ড করে আসামীকে গ্রেফতার করা হবে


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়