Monday, December 25

কানাইঘাটে এক মসজিদের ইমামের বসত ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির নিজ চাউরা উত্তর গ্রামে গত রবিবার রাত অনুমান আড়াইটার দিকে এক মসজিদের ইমামের টিনসেটের বসত ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। আগুনের লেলিহান শিখায় বসত ঘরের দুটি কক্ষ একটি কুতুব খানার কক্ষ ও পাক ঘর সম্পূর্ণ পুড়ে গিয়ে বসত ঘরের যাবতীয় মালামাল, গবাদি পশু হাঁস-মুরগী, বহু ধর্মীয় বই ছাই হয়ে আনুমানিক ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে অগ্নিকান্ডে ভষ্মিভূত ঘরের মালিক স্থানীয় নিজ চাউরা পশ্চিম জামে মসজিদের ইমাম মাওঃ অলিউর রহমান জানিয়েছেন। মসজিদের ইমামের বসত ঘর পুড়িয়ে দেওয়ায় এলাকায় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অগ্নি কান্ডের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশের একটি টহল দল ঐদিন রাতে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। মসজিদের ইমাম মাওঃ অলিউর রহমান জানান, তার ১ ছেলে মসজিদের ইমাম, ১ ছেলে কওমি মাদ্রাসার শিক্ষক ও ২ ছেলে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থী। বসত বাড়ীর সীমানা নিয়ে বিরোধের যের ধরে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হারুন রশিদ গংদের মধ্যে তার মামলা মোকদ্দমা চলে আসছে। হারুন ও তার ভাই আবু শহিদ তার পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য পূর্বে ২বার বসত ঘরে আগুন লাগানোর চেষ্টাও করে। মাওঃ আতাউর রহমান বলেন, অগ্নিকান্ডের রাতে তার বাড়ীতে কোন পুরুষ লোক ছিল না। মাদ্রাসা পড়ুয়া এক ছেলে ও মহিলারা ছিল। তিনি মসজিদে রাত্রি যাপন করেন। এই সুযোগে বাড়ীতে কোন পুরুষ লোক না থাকার তার বসত ঘরে পরিকল্পিত ভাবে হারুন ও আবু সহিদ গংরা আগুন লাগিয়ে সবকিছু পুড়িয়ে দিয়েছে। এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। তবে আবু সহিদ গংরা জানিয়েছেন, তারা মাওঃ অলিউর রহমানের ঘর পুড়ান নি। তার সাথে মামলা মোকদ্দমার জের ধরে ষড়যন্ত্র মূলক ভাবে তাদের উপর ঘর পুড়ানোর দোষ চাপানো হচ্ছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়