নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট মাছুখাল বাজারে সোমবার বিকেল সাড়ে ৪টায় কানাইঘাট দক্ষিণ বাজার ৭০৭ শাখার অর্ন্তভুক্ত ৯টি অটোরিক্সা সিএনজি চালিত গাড়ী ভাংচুর ও কয়েকজন চালককে মারধর করে রক্তাক্ত জখমের খবর পাওয়া গেছে। এ নিয়ে দক্ষিণ বাজার শাখার অটোরিক্সা চালকদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, কানাইঘাট গাছবাড়ী বাজার ৭০৭ স্ট্যান্ড শাখার শ্রমিক নেতাদের নেতৃত্বে কয়েকদিন পূর্বে মাছুখাল বাজারে ৭০৭ শাখার আরো একটি স্ট্যান্ডের শাখা দেন। অধিকাংশ অটোরিক্সা চালকদের অভিযোগ মাছুখাল বাজারের ৭০৭ শাখার স্ট্যান্ড কমিটি সম্পূর্ণ ভাবে অবৈধ। এখানে স্ট্যান্ড দিয়ে অটোরিক্সা চালকদের কাছ থেকে গাছবাড়ী দক্ষিণ বাজার শাখার রশিদ ব্যবহার করে চাঁদা আদায় করা হচ্ছে। কানাইঘাট দক্ষিণ বাজার ৭০৭ শাখা সহ অধিকাংশ স্ট্যান্ডের চালকরা মাছুখাল বাজার শাখার নামে ২০টাকা করে চাঁদা না দেয়ায় কয়েকদিন থেকে গাছবাড়ী বাজার ও মাছুখাল শাখার শ্রমিক নেতারা অটোরিক্সা চালকদের নানা ভাবে হয়রানী করে আসছেন। সোমবার কানাইঘাট দক্ষিণ বাজার শাখার কয়েকজন অটোরিক্সা চালকের কাছে মাছুখাল শাখার নেতৃবৃন্দ ২০ টাকা করে চাঁদা চান, কিন্তু মাছুখাল শাখার নামে রশিদ দেয়ার জন্য চালকরা দাবী জানালে এক পর্যায়ে তাদের উপর হামলা চালানো হয়। বেশ কয়েকজন চালককে মারধর এবং কানাইঘাট দক্ষিণ বাজার শাখার ৯টি অটোরিক্সা সিএনজি গাড়ী গাছবাড়ী বাজার ও মাছুখাল বাজার স্ট্যান্ড শাখার নেতৃবৃন্দ ভাংচুর করে বলে কানাইঘাট দক্ষিণ বাজার শাখার নেতৃবৃন্দ জানিয়েছেন। গাড়ী ভাংচুরের খবর পেয়ে কানাইঘাট থানা পুলিশ রাতে সেখানে ছুটে গিয়ে ভাংচুরকৃত একটি অটোরিক্সা গাড়ী উদ্ধার করেন। ৮জন চালক আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কানাইঘাট দক্ষিণ বাজার স্ট্যান্ডের নেতৃবৃন্দ হামলাকারীদের চিহ্নিত করে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়