Saturday, December 9

কানাইঘাট ঝিঙ্গাবাড়ী সমাজ কল্যাণ সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: ঐতিহ্যবাহী কানাইঘাট ঝিঙ্গাবাড়ী সমাজ কল্যাণ সমিতির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী ও মেধাবৃত্তি প্রাথমিক বৃত্তি প্রদান এবং জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠান গত শুক্রবার বিকেল ৪টায় স্থানীয় ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম.এ মুমিন চৌধুরী রিপনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী, রাজাগঞ্জ ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম, ঝিঙ্গাবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান সমিতির উপদেষ্টা রফিক আহমদ চৌধুরী, ঝিঙ্গাবাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, গাছবাড়ী মর্ডাণ একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল মজিদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সমিতির উপদেষ্টা মন্ডলীর চেয়ারম্যান ডাঃ সায়্যিদ আহমদ চৌধুরী, আ’লীগ নেতা জুবের আহমদ চৌধুরী, শামীম কিন্টারগার্টেনের চেয়ারম্যান ডাঃ শামীম আহমদ, সমিতির সাবেক সভাপতি গুলাম কিবরিয়া চৌধুরী দুলাল, এবাদুর রহমান চৌধুরী, মিসবাহুল ইসলাম চৌধুরী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল করিম বিলাল, নিউজ চেম্বারের সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রজন্মের ডাকের সম্পাদক ওলিউর রহমান নাসিম। স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি মাহবুবুর রহমান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্রবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমিতির উদ্যোগে এবারের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৩০জন শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তারা ঝিঙ্গাবাড়ী সমাজ কল্যাণ সমিতির বিভিন্ন সামাজিক, শিক্ষা-সেবামূলক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, আজ উক্ত সমিতির ২০ বছর পদার্পণ হচ্ছে যা অত্যান্ত গৌরবের। সমিতির সকল সদস্যকে আগামী দিনে এলাকার উন্নয়নে অবদান রাখার পাশাপাশি সামাজিক মূলক কর্মকান্ডের পরিধি বাড়ানোর উপর গুরুত্বারূপ করেন বক্তারা। সমিতির কার্যক্রমকে এগিয়ে নিতে জেলা পরিষদের সদস্য ইমাম উদ্দিন চৌধুরী সমিতির জন্য একটি কম্পিউটার প্রদানে ও উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়