Thursday, December 28

কানাইঘাটে জমিয়তে উলামার কর্মী সম্মেলন ৯ জানুয়ারি


নিজস্ব প্রতিবেদক: আগামী ৯ জানুয়ারি ২০১৮ইং মঙ্গলবার দুপুর ১২টায় কানাইঘাট আল রিয়াদ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার কাউন্সিল অধিবেশন ও বিশাল কর্মী সম্মেলন। সম্মেলনে প্রধান মেহমান হিসাবে উপস্থিত থাকবেন আলিমকূল শিরোমনী জমিয়তে উলামার প্রধান উপদেষ্টা শায়খুল হাদিস আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষীপুরী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামার কেন্দ্রীয় আমীর শায়খুল হাদিস আল্লামা আলিমুদ্দীন দুর্লভপুরী। কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা মুফতি ইউসূফ শায়খে শ্যামপুরী। সহ সভাপতি আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী। দলের কেন্দ্রীয় মহা সচিব আল্লামা নজরুল ইসলাম তোয়াকূলী। যুগ্ম মহা সচিব মাওঃ মুখলিসুর রহমান রাজাগঞ্জী, সহকারী মহাসচিব মাওঃ আবুল হোসেন চতুলী। তিন বৎসর পর কানাইঘাট উপজেলার কাউন্সিলকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। প্রতিদিন বিভিন্ন প্রতিষ্ঠান ও বাজারে পোষ্টারিং ও লিফলেট বিতরণের কাজ করছেন নেতাকর্মীরা। এদিকে জমিয়তে উলামা বাংলাদেশ কানাইঘাট উপজেলা শাখার সভাপতি মাওঃ মাহমুদুল হাসান রায়গড়ী এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ ক্বারী হারুনুর রশীদ চতুলী সকল নেতাকর্মীদেরকে আসন্ন কাউন্সিলে যথা সময়ে অংশগ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়