নিজস্ব প্রতিবেদক:
আগামীকাল ৪ ডিসেম্বর কানাইঘাট হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর পাকিস্থান হানাদার বাহিনীর কবল থেকে জাতির শ্রেষ্ঠ সন্তান অকুতভয় বীর মুক্তিযোদ্ধারা কানাইঘাট উপজেলাকে হানাদার মুক্ত করে বিজয় উৎসবে ফেটে পড়েন। পাকিস্থানী হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মুক্তিযুদ্ধের গৌরব গাঁথা কানাইঘাট উপজেলা। কানাইঘাটে মুক্তিযোদ্ধের গৌরব গাঁথা অনেক ইতিহাস ঐতিহ্য রয়েছে। সম্মুখ যুদ্ধে নিহত অনেক বীর মুক্তিযোদ্ধাদের গণকবর ও স্মৃতিশৌধ এখানে রয়েছে। ১৯৭১ সালের রক্তক্ষয়ী মহান স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্থান হানাদার বাহিনীর সাথে বীরত্বের সাথে সম্মুখ যুদ্ধে লিপ্ত হয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। অনেকে পঙ্গুত্ব বরণ করেন, পাকিস্থান হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোষররা বহু মা-বোনের ইজ্জত হরণ করার পাশাপাশি শত শত বাড়ী ঘর জ্বালিয়ে দেয়। কিন্তু থেমে থাকেনি মুক্তিকামী জনতা। ৪ ডিসেম্বর শত্রু বাহিনীকে পরাজিত করে কানাইঘাটকে মুক্ত করে বিজয়ের স্বাধ পুরো উপজেলায় ছড়িয়ে দিতে সক্ষম হন। ৪ ডিসেম্বরকে কানাইঘাট হানাদার মুক্ত দিবস হিসেবে সরকারী ভাবে ঘোষণার জন্য বীর মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরী মুক্তিযোদ্ধাদের আশা আকাঙ্খার প্রতীক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
মুক্তিযুদ্ধে কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়