নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট মমতাজগঞ্জ বাজার সংলগ্ন সুরমা নদীর উপর প্রায় ৯০ কোটি টাকা ব্যায়ে সেতুর যাবতীয় কাজ এগিয়ে চলছে। আগামী মাসে এলজিইডি’র উদ্যোগে নির্মিত এ সেতুর টেন্ডারটি প্রক্রিয়াধীন রয়েছে বলে এলজিইডি সূত্রে জানা গেছে। সীমান্তবর্তী মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য দীর্ঘদিন ধরে ঐ এলাকার কৃতি সন্তান যুব সংগঠক সাংবাদিক আব্দুর রব সরকারের বিভিন্ন দফতরে আবেদন করেন। বৃহস্পতিবার বিকেল ৪টায় সেতু বাস্তবায়নের দাবী ধাওয়া আন্দোলনের নেতৃত্বদানকারী কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জিড়ত সাংবাদিক আব্দুর রব উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার কাছে সেতুর কাজের তথ্য সম্বলিত ১৩ ফর্দের একটি কপি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, প্রেসক্লাবের ক্রীড়া, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ। সাংবাদিক আব্দুর রবের আবেদনের প্রেক্ষিতে এলজিইডির উর্ধ্বতন কর্মকর্তা ও সরকারের বিভিন্ন দফতরের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে একটি সেতু নির্মাণ প্রয়োজন বলে মতাত ব্যক্ত করেন। শুধু আবেদন করে সাংবাদিক আব্দুর রব থেমে থাকেননি, সীমান্তবর্তী এলাকায় উক্ত সেতু নির্মিত হলে এলাকার আমূল পরিবর্তন সাধিত হবে। পাশাপাশি সহজে ভারতের সাথে স্থল বন্দর স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ও উভয় দেশের মধ্যে আমদানি রফতানি, ব্যবসা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হবে, সেটিও তার আবেদনে উল্লেখ করেন। মমতাজগঞ্জ বাজারের পাশে সুরমা নদীর উপর সেতু নির্মাণের বিষয়টি তুলে ধরে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সাংসদ আলহাজ্ব সেলিম উদ্দিন মহান জাতীয় সংসদে একাধিকবার দাবী উত্থাপন করেন। সরকারের উচ্চ পর্যায়ে তিনি তদবির করলে গত ৬ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে মমতাজগঞ্জ সুরমা নদীর উপর সেতু নির্মাণের জন্য ৯০ কোটি টাকার অর্থ ছাড় দেয়া হয়। এক প্রতিক্রিয়ায় সাংবাদিক আব্দুর রব জানান, তিনি গত কয়েক বছর ধরে মমতাজগঞ্জ সুরমা নদীর উপরে সেতু নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দফতরে আবেদন এবং এলাকায় মানববন্ধন, সভা-সমাবেশও করেছিলেন। তার সেই স্বপ্ন আজ বাস্তবায়িত হচ্ছে, এজন্য তিনি আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি সহ সরকারের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়