Monday, December 11

কানাইঘাটে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরি বিদ্যালয়ের ৪৭তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা সোমবার দুপুর ১২টায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় তিনটি ভ্যানু কেন্দ্রে আগামী ২০ ডিসেম্বর প্রাথমিক খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ১ম, ২য়, ৩য় স্থান অধিকারীদের উপজেলার রামিজা বালিকা উচ্চ বিদ্যালয় ও কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২১ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে সিন্ধান্ত গৃহীত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলামের পরিচলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, একাডেমিক সুপার ভাইজার সাখাওয়াত হোসেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক জার উল্লাহ, মাহবুবুল হক, অধ্যক্ষ আব্দুস সালাম, প্রধান শিক্ষক মিসবাহুর রহমান, সাজ উদ্দিন সাজু, সাজিদ মিয়া, নুর উদ্দিন, ক্রীড়া শিক্ষক ব্রজ মোহন সিংহ, সহকারী শিক্ষক মোঃ আলমগীর, বদরুল হক, খালেদ মোহাম্মদ সাইফুল্লাহ, শরিফ উদ্দিন, শিক্ষক রশিদ আহমদ, অফিস সহকারী ফিরোজ কামাল প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়