Wednesday, December 13

কানাইঘাট টিভির আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৬ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের দিনে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে কানাইঘাটের প্রথম অনলাইন টেলিভিশন “কানাইঘাট টিভি”। এ উপলক্ষ্যে ১৬ই ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় স্থানীয় ডাক বাংলোয় এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কানাইঘাট টিভি’র আনুষ্ঠানিক যাত্রার শুভ উদ্ধোধন করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন। উক্ত অনুষ্ঠানে কানাইঘাটের সকল রাজনৈতিক মহল, বিশিষ্ট জন, সূধীবৃন্দকে উপস্থিত থাকার জন্য কানাইঘাট টিভি ও কানাইঘাট নিউজ ডট কমের সম্পাদক রম্য লেখক মাহবুবুর রশিদ ও নির্বাহী সম্পাদক কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন সকলের প্রতি আহবান জানিয়েছেন। প্রসজ্ঞত যে, মাস খানেক থেকে কানাইঘাট টিভি পরীক্ষা মূলক ভাবে যাত্রা শুরু করেছে। এখন থেকে কানাইঘাটের যে কোন সংবাদের ভিডিও ফুটেজ দেখতে ক্লিক করতে পারেন কানাইঘাট টিভির ওয়েব পাের্টাল http://www.kanaighattv.com-এ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়