Sunday, December 24

কানাইঘাটে বিজিবির গাড়ি ভাংচুরের ঘটনাস্থল পরিদর্শন করলেন ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক


নিজস্ব প্রতিবেদক: গত শুক্রবার রাতে কানাইঘাট বাজার থেকে ভারতীয় খাসিয়া পান আটকের চেষ্টার সময় কিছু উশৃঙ্খল লোকজন কর্তৃক কানাইঘাট সুরইঘাট বিজিবি ক্যাম্পের একটি টহল গাড়ী ভাংচুরের ঘটনায় বিজিবির ৪১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। রবিবার সকাল সাড়ে ১১টায় তিনি ঘটনাস্থল কানাইঘাট বাজার ত্রিমোহনী পয়েন্ট পরিদর্শন করে বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলেন। এ সময় তার সাথে বিজিবির উর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে একটি অটোরিক্সা সিএনজি গাড়ীতে করে ভারতীয় খাসিয়া পান নিয়ে আসার সময় বিজিবির একটি টহল দল পান বোঝাই অটোরিক্সাটির পিছু ধাওয়া করে কানাইঘাট বাজারের ত্রিমোহনী পয়েন্টে পান আটকের চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় আতংকে বাজারে পথচারীরা দৌড়াদৌড়ি শুরু করেন। একপর্যায়ে কিছু উশৃঙ্খল লোকজন বিজিবির টহলের গাড়ীতে ঢিল নিক্ষেপ করে সামনের কাচ ভাংচুর করে। এ ঘটনার পর থেকে সুরইঘাট বিজিবি ক্যাম্পের জওয়ানরা কানাইঘাট বাজার সহ আশপাশ এলাকায় টহল জোরদার করে। সুরইঘাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হামিদ স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, শুক্রবার রাতে একটি খাসিয়া পান বোঝাই সিএনজি গাড়ী সীমান্ত থেকে টহল দল আটকের জন্য পিছু নিলে কানাইঘাট বাজারে যাওয়ার পর তাদের টহল গাড়ী উশৃঙ্খল দুষ্কৃতিকারীরা ভাংচুর করেছে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির ৪১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আবু জার আল জাহিদ স্যার রবিবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়