Saturday, December 2

কানাইঘাট সুরমা ডাইক ভাঙ্গন কবলিত এলাকায় বিভিন্ন মহলের পরিদর্শন

নিউজ ডেক্স: কানাইঘাট পৌরসভার বায়মপুর (গৌরিপুর) সুরমা ডাইকের ভয়াবহ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন সাংবাদিক, রাজনৈতিক দলের নেতাকর্মী ও জনপ্রতিনিধিবৃন্দ। শনিবার বিকেল ২টায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ মুফাজ্জিল হোসাইন, সাতবাঁক ইউপি আ’লীগের সভাপতি হাজী মখদ্দুছ আলী, পৌর সভার ২নং ওয়ার্ড কাউন্সিলার পৌর বিএনপির সভাপতি হাজী শরিফুল হক, সাতবাঁক ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য আব্দুন নুর, ইউপি সদস্য আলহাজ¦ শাব্বির আহমদ, ইউপি সদস্য হেলাল উদ্দিন মামুন প্রমুখ। ভাঙ্গন কবলিত স্থান পরিদর্শনকালে নেতৃবৃন্দ অবিলম্বে সুরমা নদীর গৌরিপুর ডাইক ও আশপাশ এলাকার ভয়াবহ ভাঙ্গন প্রতিরোধে এবং মানুষের বাড়ী ঘর ফসলি জমি রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়