নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড সোস্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন নামে সিলেটে আরো একটি স্বেচ্ছাসেবী সংস্থার আত্মপ্রকাশ ঘটেছে। নবগঠিত এ স্বেচ্ছাসেবী সংস্থাকে গত ০৮/১২/২০১৭ইং তারিখে ১০৪৫ নং স্মারকে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস এক চিঠির মাধ্যমে অনুমোদন দিয়েছেন। কানাইঘাটের কিছু সমাজসেবী উদ্যোমী তরুণ ও যুবকদের নিয়ে এ সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছে। কানাইঘাট তালবাড়ী পূর্ব (কোনাগ্রাম) কল্যাণী নয়া বাজারে সংস্থাটির কার্যালয় স্থাপন করা হয়েছে। জেলা পরিষদের ১৪নং ওয়ার্ডের সদস্য সমাজসেবী ইমাম উদ্দিন চৌধুরীর একান্ত প্রচেষ্টায় এলাকায় সামাজিক কর্মকান্ড বেগবান করতে ইউনাইটেড সোস্যাল অর্গানাইজেশন নামের এ স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠা করতে সব ধরনের সহযোগিতার হাত প্রসারিত করেছেন বলে সংস্থার সভাপতি মস্তাক আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক হোসাইন আহমদ চৌধুরী জানিয়েছেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়