Wednesday, November 8

কানাইঘাটে পাথর তুলতে গিয়ে মাটি চাপায় ৬ জন নিহতের ঘটনায় হুইপ সেলিম উদ্দিন এমপির শোক


কানাইঘাট নিউজ ডেস্ক: কানাইঘাটে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ৫ শিশু সহ ৬ জনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মহান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ পররাষ্ট্রমন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন এমপি। বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বলেন, অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে ৫ জন শিশু সহ ৬ জনের মৃত্যু কানাইঘাটে এটি প্রথম। যার কারণে ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো কানাইঘাট উপজেলা। এরকম অকাল মৃত্যু মেনে নেয়া খুব কষ্টের। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও নিহতদের রোহের আত্মার মাগফেরাত কামনা করেন। মঙ্গলবার সকাল ৭টায় লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলা টিলায় অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি চাপায় ৫ শিশু সহ ৬ জন নিহত হন। নিহতরা হচ্ছেন উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কোনাপাড়া কান্দলা গ্রামের আলমাছ উদ্দিনের দুই শিশু পুত্র নাহিদ আহমদ (১৩), শাকিল আহমদ (১২), মুছব্বীর আলীর পুত্র মারুফ আহমদ (১২), ইউনুস মিয়ার পুত্র জাকির আহমদ (১৭), আয়না মিয়ার পুত্র আব্দুল কাদির (১৩) ও আব্দুল বারীর পুত্র সুন্দর আলী (৪০)। খবর পেয়ে তাৎক্ষনিক বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপির নির্দেশে কানাইঘাট থানা পুলিশ, লোভা ক্যাম্পের বিজিবি সদস্য ও স্থানীয় লোকজনের সহযোগিতায় দুপুর ১২টায় মাটি চাপা অবস্থায় নদীর তলদেশ থেকে একে একে ৫ শিশুর মরদেহ উদ্ধার করলেও সুন্দর আলীর লাশ উদ্ধার করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাদের সাথে যৌথ উদ্ধার কাজ চালালে বিকাল ৪টায় বড় এক পাথরের টুকরোর নিচ থেকে সুন্দর আলীর লাশ উদ্ধার করে। এজন্য স্থানীয় লোকজন সহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তাকে ধন্যবাদ জানান, হুইপ সেলিম উদ্দিন এমপি। হুইপ সেলিম উদ্দিন এমপি সার্বক্ষনিক জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মরদেহ উদ্ধারে তদারকি করেন। এই ঘটনায় সুষ্ট তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে নির্দেশ প্রদান করেন যাতে এলাকায় আর কোন লোকজন পাথর উত্তোলন করতে গিয়ে এরকম কোন মর্মান্তিক ঘটনার শিকার না হয়। এদিকে বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি বুধবার সকাল ৪:২০ ঘটিকায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। তিনি বুধবার সকাল ১২:০০ ঘটিকায় কানাইঘাট উপজেলায় জরুরী আইন শৃংখলা কমিটির সভায় যোগদান শেষে নিহতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন এবং বিকাল ০২:০০ ঘটিকায় নিহতদের জানাযায় অংশগ্রহন করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়