Wednesday, November 22

কানাইঘাট জলসায় লক্ষীপুরী ! ন্যায় প্রতিষ্ঠায় বাধা আসলে দেওবন্দী আলেমগণ সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে’


নিজস্ব প্রতিবেদক: পূর্ব সিলেট আযাদ দ্বীনি আরবি মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি খলিফায়ে বায়মপুরী কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মহা-পরিচালক আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস শায়খে লক্ষ্মীপুরী বলেছেন- সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় যত বাধা-বিপত্তি আসবে, দেওবন্দী আলেমগণ সর্বশক্তি দিয়ে তা প্রতিহত করবেন। ইসলামের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যাচার চালিয়ে বাতিল শক্তি যতই চেষ্টা এবং অপপ্রচার করুক না কেন শান্তির ধর্ম ইসলামকে নিশ্চিহ্ন করতে পারবে না তারা। লক্ষ্মীপুরী আরো বলেন- আমরা সত্যিকারের মুসলমান হিসাবে পৃথিবীতে মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই। এজন্য আমাদেরকে হক্বপন্থি উলামায়ে কেরামগণের সাথে থাকতে হবে। আল্লামা মুশাহিদ বায়মপুরী ছিলেন, আমাদের আকাবির গণের অন্যতম ব্যক্তিত্ব। তাঁর পদাঙ্ক অনুসরন করলেই আমাদের জীবনে সফলতা আসবে ইনশাআল্লাহ। সকল বাধার প্রাচীর ডিঙ্গিয়ে আমাদেরকে আল্লাহর পথে চলতে হবে। এর বিপরীত হলে আমাদের ধ্বংস অবধারিত। আল্লামা শায়খে লক্ষ্মীপুরী গতকাল বুধবার আল্লামা মুশাহিদ বায়মপুরী রহ. পুণ্যস্মৃতি বিজড়িত জামেয়া ইসলামিয়া দারুল উলূম কানাইঘাট মাদ্রাসার বাৎসরিক হিসাব ও এনামের ওয়াজ মাহফিলে সভাপতির বক্তব্য দানকালে উপরোক্ত কথাগুলো বলেন। মাদ্রাসার সহকারী শিক্ষক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলীর সার্বিক সঞ্চালনায় বিশাল মাহফিলে বয়ান পেশ করেন, শায়খুল হাদিস আল্লামা আব্দুল মতিন ঢাকা, আল্লামা আলিমুদ্দীন শায়খে দুর্লভপুরী, আল্লামা মুহিবুল হক গাছবাড়ী, আল্লামা মুফতী ইউসুফ শ্যামপুরী, আল্লামা আহমদ আলী চিল্লা, আল্লামা মাহমুদুল হাসান রায়গড়ী, আল্লামা মুফতী কেফায়েত উল্লাহ বি.বাড়ীয়া, আল্লামা শামসুদ্দীন দুর্লভপুরী, আল্লামা হা. হারুনুর রশীদ উজানীপাড়ী, আল্লামা মুবাশি^র আলী রামপ্রসাদী, মাও. শিহাব উদ্দিন বড়চতুলী প্রমুখ। ধর্মীয় এ মাহফিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিল্পপতি আলহাজ¦ আব্দুল মোমিন চৌধুরী, সাবেক পৌর মেয়র লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, পৌর মেয়র নিজাম উদ্দিন, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ হান্নান, সমাজসেবী মাসুক আহমদ, বড়চতুল ইউপি চেয়ারম্যান মাও. আবুল হোসেন চতুলী, প্যানেল মেয়র ফখরুদ্দিন শামীম, রফিক আহমদ, মাওঃ ইসমাইল দুর্লভপুরী, হা. মাও. আহমদ সগির, হযরত মাও. রুহুল আমিন আসাদী সহ অর্ধশতাধিক নেতৃবৃন্দ। মাহফিলে জামেয়ার প্রায় ১ হাজার তালাবাদের মাঝে পুরস্কার বিতরণ করেন আল্লামা শামসুদ্দিন দুর্লভপুরী। মাদ্রাসার অন্যতম দাতা পরিচালনা কমিটির নীতিনির্ধারক আব্দুল মুমিন চৌধুরী তার বক্তব্যে অতীতের মতো মাদ্রাসার উন্নয়নে তিনি কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ওয়াজ মাহফিলে জামেয়ার বার্ষিক প্রতিবেদন পেশ করেন, মাদ্রাসার হিসাব রক্ষক মাও. ক্বারী হারুনুর রশীদ চতুলী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়