Tuesday, November 21

কানাইঘাটে তারেক রহামের ৫৩তম জন্মদিন নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত


নিজস্ব প্রতিবেদক: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেকুর রহমানের ৫৩ তম জন্মদিন নানা আয়োজনের মধ্য দিয়ে পালন করেছেন কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারেক রহমানের ৫৩ তম জন্মদিন উপলক্ষ্যে গত সোমবার বাদ আসর কানাইঘাট পূর্ব বাজারস্থ দলীয় কার্যালয়ে সংগঠনের উদ্যোগে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান পরবর্তী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি বিএনপি ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিটের উদ্যোগে পৃথক ভাবে তারেক রহমানের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন। জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী হচ্ছেন তারেক রহমান। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক জিয়ার বিরুদ্ধে ক্ষমতাসীন দলের লাগামহীন অপপ্রচার এবং তার বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা মামলা দিয়ে সাজানো বিচারের পায়তারা চালানো হচ্ছে। দেশ প্রেমিক জনতার প্রাণের নেতা তারেক রহমান একদিন দেশবাসীর ভালোবাসা নিয়ে দেশে ফিরে এসে জাতীয়তাবাদী আদর্শে রাজনীতির নেতৃত্ব দেবেন। কোন ষড়যন্ত্রই তার অগ্রযাত্রা ব্যাহত করতে পারবে না। এছাড়া মামুনুর রশিদ মামুন সম্প্রতি লোভাছড়া পাথর কোয়ারী সংলগ্ন বাংলা টিলায় পাথর উত্তোলনের সময় মাটি চাপা পড়ে ৬ জন নিহত হওয়ায় তাদের পরিবারের সাথে সাক্ষাত করে আর্থিক অনুদান প্রদান করেন। পৃথক এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শমসের আলম, পৌর বিএনপির সভাপতি কাউন্সিলর হাজী শরীফুল হক, উপজেলা বিএনপির সহ-সভাপতি মখলিছুর রহমান, ডাঃ আবু শহীদ, আলতাফ হোসেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল মালিক, যুগ্ম সম্পাদক রাসেদুল হাসান টিটু, পৌর বিএনপির প্রচার সম্পাদক জালাল আহমদ, ৫নং ইউপি বিএনপির সভাপতি আব্দুন নুর, ৮নং ইউপির সভাপতি মকবুল হোসেন, ২নং ইউপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৩ নং ইউপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি কাউন্সিলর আবিদুর রহমান এ ছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হেলাল আহমদ, আজিজুল হক মেনন, আয়ুব আলী, উপজেলা শ্রমিক দলের সভাপতি জাকারিয়া, বিএনপি নেতা সেলিম উদ্দিন, নুর আহমদ, শ্রমিক দল নেতা জাফর, জামাল সহ শতাধিক নেতৃবৃন্দ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়