Wednesday, November 8

ওয়াজে যাওয়া হলো না তাদের


নিজস্ব প্রতিবেদক: বাংলা টিলার পাশেই স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসা। মঙ্গলবার এ মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিলো। ওয়াজ মাহফিলের পাশেই বিভিন্ন ধরনের দোকান বসে। আর তাই পরিবারের সবার অগোচরে সকালে ঘুম থেকে উঠে ওয়াজ মাহফিলের(জলসার) পকেট খরচের টাকা জোগাড়ের জন্য পাথর তুলতে গিয়ে এই মর্মান্তিক ঘটনার শিকার হয় এ কিশোররা। ৬ জনের মধ্যে ৪ জনই ছাত্র এবং কিশোর। নিহতরা ছাত্ররা হলো, স্থানীয় লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির কান্দলা বাংলাটিলা কোনাগ্রামের মুছব্বির আলীর পুত্র স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী মারুফ আহমদ (১১), একই গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ আহমদ (১৩) তার সহোদর ভাই স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমদ (১৩), আনোয়ার হোসেনের পুত্র হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাদির আহমদ (১৪)। এবং বাকি দু’জন স্থানীয় কান্দলা গ্রামের ইউনুস আলীর পুত্র জাকির আহমদ (১৮) ও একই গ্রামের আব্দুল বারির পুত্র সুন্দর আলী (৩৮)। তারা দু’জন পাথর শ্রমিক।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়