Tuesday, November 21

কানাইঘাটে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল


নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর যুবলীগের সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট আলমগীর, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জ্যোর্তিময় দাস সৌরভ সহ নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে কানাইঘাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার বিকেল ৪টায় বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশ গ্রহণে কানাইঘাট বাজারে মিছিলটি বের হয়ে ত্রিমোহনী পয়েন্টে গিয়ে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। উপজেলা তৃণমূল ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির তারেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের পরিচালনায় মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কানাইঘাট পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সদস্য সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দিন, পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক রেজোয়ান আহমদ, যুগ্ম আহ্বায়ক জসীম উদ্দিন মেজর। উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ নেতা জুবের আহমদ, আলমগীর হোসেন, আফতাব আলী, খাজা শামীম আহমদ, আবুল হোসেন, আলমাছ উদ্দিন, এনাম উদ্দিন, ফখরুল ইসলাম, হাবিব উল্লাহ, সেবুল আহমদ, ফরহাদ রাজা,জেলা ছাত্রলীগ নেতা আফজাল হোসেন রিজভী,কানাইঘাট পৌর ছাত্রলীগের সভাপতি ইয়াহিয়া ডালিম, সাধারণ সম্পাদক আশফাক, ছাত্রলীগ নেতা শাহীন আহমদ, মাসুম আহমদ, জামিল আহমদ, শাহাদ উদ্দিন, আফজল হোসেন, জয় চক্রবর্তী মুন্না, মারুফ, অনুপ, মঞ্জুর, আতিক, সেলিম রানা, রিয়াজ, কাওছার, রুবেল, শাহজাহান, জুয়েল, সুলতান প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আন্দোলন আর সংগ্রামের প্রিয় মুখ সিলেটের ছাত্র সমাজের অহংকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের বিরুদ্ধে যে ষড়যন্ত্র মূলক মামলা দায়ের করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহার করা না হলে ছাত্রলীগ রাজপথে থেকে যে কোন ধরনের আন্দোলন সংগ্রামের ডাক দিবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়