নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলায় পিছিয়ে থাকা কানাইঘাট উপজেলা ক্রীড়াঙ্গনের মান উন্নয়নের লক্ষ্যে সর্বস্তরের ক্রীড়ামোদী, পৃষ্ঠপোষক ও উপজেলার বিভিন্ন ক্রীড়া কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা গত মঙ্গলবার বিকেল ৪টায় কানাইঘাট উত্তর বাজারস্থ একটি কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কানাইঘাট জয়েন্ট ইলেভেন ক্লাবের সাবেক অধিনায়ক ফখরুল হোসেনের সভাপতিত্বে ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক শামসুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতি ক্রমে কৃতি ফুটবলার ফয়েজ উদ্দিনকে সভাপতি ও আশরাফ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৯১ সদস্য বিশিষ্ট কানাইঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি নামে আরো একটি ক্রীড়া সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। সভায় উপস্থিত ছিলেন, জয়েন্ট ইলেভেন স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার বোরহান উদ্দিন মোহরী, সোনালী ব্রাদার্সের সাবেক অধিনায়ক ক্রীড়া সংগঠক এনামুল হক, আবাহনী ক্রীড়া চক্রের সাবেক কৃতি ফুটবলার মখলিছুর রহমান রিপন, মহানগর স্পোর্টিং ক্লাবের সাবেক কৃতি ফুটবলার হান্নান আহমদ, পল্লী মঙ্গল স্পোর্টিং ক্লাবের সাবেক গোলকিপার রাশিদুল হাসান টিটু, লোভা লাইন স্পোর্টিং ক্লাবের সাবেক অধিনায়ক খসরুজ্জামান, জয়েন্ট স্পোর্টিং ক্লাবের সাবেক ফুটবলার ইকবাল আহমদ, সোনালী ব্রাদার্স এর সাবেক ফুটবলার আলম আহমদ, সড়কের বাজারের কৃতি ফুটবলার খালেদ সাইফুল্লাহ, চতুলের কৃতি ফুটবলার নজরুল আহমদ প্রমুখ।
২০সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির পাশাপাশি ৯১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হচ্ছেন, নজরুল আহমদ, সিনিয়র সহ সভাপতি সেলিম আহমদ, মনির আহমদ, আলম আহমদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক রাসেল আহমদ, সহ সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, বশর আহমদ, সাংগঠনিক সম্পাদক আল মাছুম, সহ সাংগঠনিক সম্পাদক এস.কে শরিফুর রহমান, সাইদুল হক, অর্থ সম্পাদক জমির উদ্দিন মুন্না, সহ অর্থ সম্পাদক সুহেল আহমদ, প্রচার সম্পাদক সাদিক আহমদ, সহ প্রচার সম্পাদক ইব্রাহিম আলী, সদস্যরা হলেন, সাজু আহমদ, বাচ্চু, জহির আহমদ, সাহেদ আহমদ, এন. কালা, আলী আহমদ, বুলবুল, হুসাইন, শামীম, সালেহ, রায়হান, সুমন, জাহাঙ্গীর, জাকারিয়া, এমাদ, শাহাদ, জাহেদ, আশিক, মিজান, ইমরান, রাসেল, দুলাল, মামুন, তুহিন, সুহেল, আশিক, সাদ্দাম, শাহীন, ফাহিম, সুহেল, বশর, সাইদুল, জীবান, ইফতেখার, পাবেল, মাহতাব, মুহিত, হোসেন, আহাদ, আখতার, আকমল, ফজলু, নুমান, নোমান, সালমান, রায়হান, সুহেল, গিয়াস, রেজওয়ান, কামরান, তোফায়েল, রাসেল, আব্দুল কাদির মুন্না, রাজু, আজিজ, সুহেল, শাহজাহান, আলিম, রনি, রাসেল, আশরাফ, আদনান, মাহফুজ, ফাহিম, রানা, শাকিল, সেবুল, সারওয়ার, শাহীন, আতিক, মিজান, বদরুল, জুবের, সুজন, গিয়াস।
খবর বিভাগঃ
খেলাধুলা
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়