নিজস্ব প্রতিবেদক: ১৬ডিসেম্বর মহান বিজয় ও জাতীয় দিবস পালন উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি মূলক সভা সোমবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ লোকমান হোসেন, কানাইঘাট থানার ওসি (তদন্ত) মোঃ নুনু মিয়া, উপজেলা জাপার একাংশের আহ্বায়ক আলা উদ্দিন মামুন, পৌর আ’লীগের আহ্বায়ক জামাল উদ্দিন, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান মামুন রশিদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, উপজেলা আ’লীগের সদস্য ও পৌর আ’লীগের যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুন, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুল হেকিম, ম্যালেরিয়া প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন, পূবালী ব্যাংক কানাইঘাট শাখার ব্যবস্থাপক কবির আহমদ চৌধুরী সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকবৃন্দ, এনজিও কর্মীরা সভায় উপস্থিত ছিলেন। সভায় যথাযোগ্য মর্যাদায় কানাইঘাটে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন করার জন্য বিভিন্ন সিন্ধান্ত গ্রহণ করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়