নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যেগে হাওর এলাকায় কাবিটা প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের লক্ষ্যে উপজেলা কাবিটা ও বাস্তবায়ন কমিটির উদ্যেগে এক সভা বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য উপজেলা সহকারী কমিশনার (ভুমি) লুসি কান্ত হাজং, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রতন চন্দ্র সাহা, কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ নুনু মিয়া, সাতবাঁক ইউপির চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, জেলা পরিষদের সদস্য আলমাছ উদ্দিন, বড়চতুল ইউপির চেয়ারম্যান মাওঃ আবুল হোসেন, কানাইঘাট পৌর আ'লীগের আহবায়ক জামাল উদ্দিন, কানাইঘাট প্রেসক্লাবের সাধরণ সম্পাদক নিজাম উদ্দিন, সীমান্তিকের ম্যালেরিয়া প্রজেক্ট ম্যানেজার আবুল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের কানাইঘাটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গোলাম বারী প্রমুখ। সভায় পানি উন্নয়ন বোর্ডের ক্ষতিগ্রস্থ বাঁধ মেরামতের লক্ষ্যে পিএলসি কমিটি গঠনের পাশাপাশি সুরমা ও লোভা নদীর উভয় পাশের ভয়াবহ নদী ভাঙ্গন কবলিত এলাকা চিহিৃত করে ব্যবস্থা গ্রহণ ও হাওড় এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কাজের গুণগত মান বৃদ্ধির জন্য সভায় বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়