Saturday, November 25

৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় কানাইঘাটে আনন্দ শোভাযাত্রা ( (ভিডিও সহ)


নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ায় শনিবার কানাইঘাটে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের ন্যায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০টায় বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে পুষ্পমাল্য অর্পন করা হয়। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের অংশ বিশেষ তুলে ধরে নানা ধরনের প্লে-কার্ড বহন করে সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষের অংশ গ্রহণে আনন্দ শোভাযাত্রাটি উপজেলা সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রার পাশাপাশি দিন ব্যাপী বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করা হয়। আনন্দ শোভাযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ সিলেট-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সেলিম উদ্দিন বলেন, বঙ্গবন্ধু কোন দল বা গোষ্ঠীর নেতা নয়, তিনি বিশ্ব নেতা। তাঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কো স্বীকৃতির মাধ্যমে বাঙালি জাতিকে গর্বিত করেছেন। দলমতের উর্ধ্বে উঠে এই মহান নেতার আদর্শকে ধারন করে দেশকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য তিনি আহবান জানান। শোভাযাত্রায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানা, উপজেলা আ’লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সিরাজুল ইসলাম, জেলা জাপার সিনিয়র সহ সভাপতি আব্দুস সহিদ লস্কর বশির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ, পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌর আ’লীগের আহবায়ক জামাল উদ্দিন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জেমস্ লিও ফারগুসন নানকা, বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় পূর্ব ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নাজমুল হক, সাবেক ছাত্রনেতা নাজমুল ইসলাম হারুন প্রমুখ। এছাড়া আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়