Sunday, October 8

‘জাতীয় সংসদ নির্বাচনে সকল দলের অংশ গ্রহণ নিশ্চত করতে হবে’--মামুনুর রশিদ মামুন


নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশিদ মামুন কানাইঘাট-জকিগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে কানাইঘাট প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। শনিবার (০৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ক্লাব কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সিলেট-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মামুনুর রশিদ মামুন বর্তমান সরকার কর্তৃক বিরোধী দলের উপর দমন নিপীড়ন নির্যাতন ও মামলা হামলার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরে বলেন, আগামী ১১ তম জাতীয় সংসদ নির্বাচন বিএনপি ও অন্যান্য বিরোধী দলকে বাইরে রেখে একতরফা ভাবে সাজানো নির্বাচন করার জন্য সরকার ও আওয়ামীলীগ সব ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এর অংশ হিসাবে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে তা দেশবাসীর কাছে পরিস্কার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে করে বর্তমান সরকার তাদের অধীনে করতে না পারে এজন্য নিরপেক্ষ একটি প্রশাসন এবং স্বাধীন নির্বাচন কমিশন গঠনের মাধ্যমে সকল দলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়, এজন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামুন রশিদ মামুন বলেন, দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন। কানাইঘাট-জকিগঞ্জ বিএনপির সাংগঠনিক কার্যক্রম তুলে ধরে বলেন, স্থানীয় প্রশাসনের বাঁধার কারনে দলীয় কোন কর্মসূচী প্রকাশ্যে পালন করতে পারছে না বিএনপি ও ২০ দলীয় ঐক্যজোট। তারপরও কানাইঘাট ও জকিগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম অত্যন্ত মজবুত। বিগত দিনে সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় ৩ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ৭০টি মামলা দিয়ে হয়রানী করা হয়েছিল, যা বর্তমানেও অব্যাহত রয়েছে। এ এলাকায় দুর্নীতি, দুঃশাসন ও কানাইঘাট জকিগঞ্জ বাসীর বিভিন্ন দাবীধাওয়া তুলে ধরে কোন ধরনের সভা সমাবেশ বিএনপিকে করতে দেয়া হচ্ছে না। তারপরও দেশে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে সিলেট-৫ আসন থেকে বিএনপির প্রার্থী নির্বাচিত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। কানাইঘাট উপজেলা বিএনপির মধ্যে কোন অভ্যন্তরীন কোন্দল নেই দাবী করে তিনি আরো বলেন, বিএনপি একটি বড় দল, এখানে অনেকে দলীয় মনোনয়ন চাইতে পারেন। দল এবং ২০ দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে বিএনপি ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে। তিনি আগামী দিনে দলীয় সকল কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন এবং বিএনপিকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। মতবিনিময় সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আজিজুল হক মেম্বার, আব্দুন নুর, আব্দুল মালিক মেম্বার, নজরুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনাপির সভাপতি কাউন্সিলার শরিফুল হক, সহ-সভাপতি কাউন্সিলর আবিদুর রহমান, আবুল বশর, মোহাম্মদ আলী, আলমাছ উদ্দিন, শ্রমিকদলের সভাপতি জাকারিয়া, পৌর শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, হোটেল শ্রমিকদলের সভাপতি বিলাল আহমদ, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আবুল বাশার, জেলা ছাত্রদল নেতা নাসির উদ্দিন সাদিক, কানাইঘাট ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি তাজুল ইসলাম সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল, কৃষকদল, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এদিকে কানাইঘাটের প্রবীণ রাজনীতিবিদ জেলা আওয়ামীলীগ নেতা অসুস্থ জমির উদ্দিন প্রধানকে তার বিষ্ণুপুর গ্রামস্থ নিজ বাড়ীতে উপজেলা বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনের নেতৃত্বে বিএনপি নেতৃবৃন্দ তাঁকে দেখতে যান এবং তার আশু রোগ মুক্তি কামনা করেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়